লিটন সরকার বাদল,
দাউদকান্দিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১২ মার্চ ২০২০
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ বাহার উদ্দিন বাহার এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মোহাম্মদ সরোয়ার হোসেন বাবু পরিচালনায়
বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন,
তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম মুরাদ , হোমনা উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম,
মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো দেলোয়ার হোসেন। দেবিদ্বার উপজেলা যুবলীগের আহবায়ক ওমানি কাসেম,
চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক জহিরুল ইসলাম, মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন, বাঙ্গুরা উপজেলা যুবলীগের আহ্বায়ক নাইম, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামসহ আরো অনেক।
অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ৭ টি উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ বাহার উদ্দিন বাহার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র রোধ করতে পারবে না। বর্তমান সরকারের অধীনেই এই সোনার বাংলায় উন্নয়নের রোল মডেল হয়েছে। সারা দেশে যুবলীগ আজ ঐক্যবদ্ধ। তিনি শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো আন্দোলন-সংগ্রামে যুবলীগের নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।