৮ এপ্রিল ২০২০ বুধবার বিকেলে, দাউদকান্দি মডেল থানার আয়োজনে গণশুনানী হলে করোনা প্রতিরোধে মুসীল্লদের মাঝে সচেতনতায় আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
দাউদকান্দি মডেল অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে
উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, বাংলাদেশ সরকারের নির্দেশকৃত ইসলামিক ফাউন্ডেশন ঘোষিত দিক-নির্দেশনা মেনে চলুন, জাতির এই ক্রান্তিকালে আলেম ওলামদের অগ্রনী ভূমিকা করোনা প্রতিরোধে মানুষকে সচেতন হতে সহায়তা করবে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দাউদকান্দি উপজেলায় যদি কোন মুসলিম নর-নারী ইন্তেকাল করেন, মেহেরবানী করে আমাদেরকে খবর দিলে আমরাই তার জানাজা এবং দাফনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
মাওলানা আবু ইউসুফ মুন্সী, মাওলানা নজরুল ইসলাম ফয়েজী, মাওলানা আবুল বাশার,
এসময় উপস্থিত ছিলেন,
মাওলানা শরীফুজ্জামান, মাওলানা ওমর ফারুক বিন আশরাফ, হাফেজ দিদারুল ইসলাম,
মাওলানা নোমান, মোহাম্মদ আল আমিন ভূঁইয়াসহ আরও অনেক।