লিটন সরকার বাদল,
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে দাউদকান্দি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মাদক নির্মূলে দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, জনকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন সরকার ও পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন সরকার এবং শিক্ষায় অসামান্য অবদানের জন্য সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুল মিল্লাত কে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।
দাউদকান্দি উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মাদক নির্মূল ও জনকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।দাউদকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম লিপু মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন সরকার, সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুল মিল্লাত , বাংলাদেশ পত্রিকা এজেন্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নেওয়াজ।
এসময় উপস্থিত ছিলেন, জয়যাত্রা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি শামীম খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জিল্লু। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, মোঃ শরীফ প্রধান।