দাউদকান্দিতে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে স’মিল ব্যবসায়ি আবুল কালামের মৃত্যু

দাউদকান্দি উপজেলা

দাউদকান্দিতে করোনা আক্রান্ত হয়ে স’মিল ব্যবসায়ি ও সমাজসেবক আবুল কালাম আজাদ(৬৭) মৃত্যুবরণ করেন।

শুক্রবার (০৩ জুলাই,২০২০) দাউদকান্দি পৌর সদরের পুরাতন ফেরী ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা ও স’মিল ব্যবসায়ী আবুল কালাম আজাদ করোনা আক্রান্ত হয়ে,তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করে। দাউদকান্দি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৭ জন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ জুন,২০২০ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন, বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলেন।
৩ জুলাই,২০২০ অবস্থার অবনতি হওয়ায় এবং শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় সকালে মৃত্যুবরণ করেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, দাউদকান্দিতে সর্বমোট ১৪৭ জনের মধ্যে ১১৩ জন সুস্থ হয়েছে এবং বর্তমানে ৩৪ জন হোম আইসোলেশন চিকিৎসাধীন।এ পর্যন্ত উপজেলায় অবস্হানরত করোনাভাইরাসে আক্রান্ত প্রথম কারো মৃত্যু হয়েছে।

ডা.মো.শাহিনুর আলম সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলীর নির্দেশে তার ব্যক্তিগত সহকারি মোঃ শাহিন, নাইমুর রহমান রাব্বি ও সানি হাসান, মৃত আবুল কালাম আজাদ এর লাশ দাফন- কাফন সম্পন্ন করার জন্য উপজেলা ছাত্রলীগ ও ইসলামিক ফাউন্ডেশন দাউদকান্দি উপজেলা শাখার সহযোগিতায় কাজ করছে। আগত সকলের স্বাস্থ্যবিধি লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.