দাউদকান্দিতেই আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে: মেজর মোহাম্মদ আলী ।

চট্টগ্রাম বিভাগ কুমিল্লা

মৌলিক অধিকারের অন্যতম একটি উপাদান হচ্ছে স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সেবা। কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী বলেছেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে দাউদকান্দিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। (২৪ জুন,২০২০) বুধবার, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পজিটিভ ও মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য ১৭ শয্যাবিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন স্থাপন কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার, ভূমি সেলিম শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল, হাসপাতাল সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, এবং স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, করোনাকালীন ও করোনা পরবর্তী দাউদকান্দিবাসীর উন্নত চিকিৎসা ব্যবস্থার সুনিশ্চিত করতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায়, ১৭ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের কাজ চলমান। সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের কাজ শেষ হলে মুমূর্ষু রোগীরা দাউদকান্দিতেই ঢাকার চিকিৎসা পাবেন। ঢাকার বড় বড় হাসপাতালে অক্সিজেন এবং চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু নামে মাত্র মূল্যে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ঢাকার সমমানের চিকিৎসা সেবা পাওয়া যাবে। উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।উপজেলা চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় এবং স্বাস্থ্য কর্মকর্তাদের বিচক্ষণতায়, উন্নত স্বাস্থ্যসেবার কার্যক্রম অব্যাহত আছে। ১৭ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন স্থাপন তারই একটি নিদর্শন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *