মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় রাধানগর ইউনিয়নে অনুষ্ঠিত মনসা পূজা পরিদর্শন কালে এ কথা বলেন রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান (মুজিব)। রতনপুর কমল সাহার বাড়িতে, কমল সাহার নেতৃত্বে রতনপুর হিন্দু সম্প্রদায়ের আয়োজনে, চার দিনব্যাপী (১৭ থেকে ২০ আগস্ট) অনুষ্ঠানে দ্বিতীয় দিনে পরিদর্শনে যান চেয়ারম্যান মুজিবুর রহমান (মুজিব)। এ সময় তিনি বলেন আমার রাধানগর ইউনিয়নে কোন অস্তিতিরশীল পরিস্থিতি বা কোন রকমের চাঁদাবাজি ডাঙ্গা হাঙ্গামা হবে না। ধর্ম—বর্ণ দলমত নির্বিশেষে আমার ইউনিয়নকে আমি সম্প্রীতির ইউনিয়ন হিসেবে উদাহরণ করতে চাই। এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো দেশ পরিচালনার দায়িত্ব দিতে সবার প্রতি অনুরোধ করেন এবং জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজু উদাহরণ হিসেবে তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আবুল কাশেম ইতালি, স্থানীয় মেম্বার রশিদ ভূঁইয়া, মোঃ দানিসুর রহমান (দানিশ), হক সাব, সোহেল রানা, বাসুদেব সাহা, বাবুল সাহা, গোপাল সাহা, প্রমুখ।