চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার ৫ ও ৭ নং ওয়ার্ড গত ১৬ই জুন মঙ্গলবার রেড জোন হিসাবে ঘোষণা করা হয় । দর্শনা পৌরসভার আওতাধীন ৫নং ওয়ার্ড (পরানপুর, রিফিউজি কলোনী, মোবারকপাড়া, কলেজ পাড়ার আংশিক) এবং ৭ নং ওয়ার্ডের (ইসলামবাজার, থানাপাড়া ও পুরাতনবাজার) এই এলাকাগুলো লকডাউন করা হয়েছিল ।আর এই ৫ ও ৭ নং ওয়ার্ড রেড জোন এলাকায় গতকাল খাদ্য উপহার প্রদান করেছেন দামুড়হুদা উপজেলা নিবার্হী অফিসার দিলারা রহমান। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে দর্শনা পৌরসভা কার্যালয় থেকে দুইটি ওয়ার্ডের ১০৩টি পরিবারের মধ্যে এসব খাদ্য উপহার প্রদান করা হয়। এর মধ্যে ৫নং ওয়ার্ডে ৭৩টি এবং ৭নং ওয়ার্ডে ৩০টি পরিবারকে ১০ কেজি চাউল, ৩০টি ডিম। এছাড়া ১কেজি করে আলু, পিয়াজ, রসুন,ডাল,লবন, তেল, ১টি সাবান, ১টি হ্যান্ড সেনিটাইজার ও ৩টি সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়েছে। । দর্শনা রেড জোন এলাকায় খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নিবার্হী অফিসার দিলারা রহমান, দর্শনা পৌর মেয়র জনাব মতিয়ার রহমান, সাবেক জেলা পরিষদ প্রসাশক জনাব মাহাফুজুর রহমান মনজু, প্যানেল মেয়র রবিউল ইসলাম সুমন, কাউন্সিলর নজরুল , কাঞ্চু মাতবার, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু ও সাধারণ সম্পাদক আওয়াল হোসেন প্রমুখ।