দর্শনায়  ভ্রাম্যমান আদালতের অভিযান ৪ ফার্মেসিকে জরিমানা ।

খুলনা বিভাগ চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলার দর্শনায় করোনা প্রাদুর্ভাব রোধে ওষুধ ফার্মেসি মালিকদের সচেতনতার লক্ষ্যে ৪ টি ওষুধ ফার্মেসিতে পৃথক ভাবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনা পৌর শহর এলাকায় পৃথক ভাবে চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট  শিবানী সরকার ও ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।  দেখা গেছে সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৪ ফার্মেসি মালিক  কে অর্থদন্ড ও অনা দায়ে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। দর্শনার পুরাতন বাজারের  নূর মেডিকেল, সুমন মেডিকেল হাউজ সহ মোট ৪ টি  ফার্মেসি থেকে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফার্মেসি দোকান মালিকগণ তাদের জরিমানা অর্থ নগদ ৬ হাজার টাকা পরিশোধ করেছেন। তবে ভবিষ্যতে সরকারি বিধি নিষেধ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *