দর্শনা কেরুউচ্চ বিদ্যালয়ের  শিক্ষক শাওন ও তার বন্ধুদের সহযোগিতায় ২৩০ টি অসহায় পরিবারের মাঝে  খাদ্য সমগ্রী বিতরণ ।

খুলনা বিভাগ চুয়াডাঙ্গা

দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাসেল আহম্মেদ শাওন ও তার বন্ধুদের সহযোগিতায় ২৩০ টি পরিবারের মাঝে গতকাল রাতে খাদ্য সমগ্রী বিতরন করা হয়েছে। এ বিষয়ে কেরু উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক রাসেল আহম্মেদ শাওন বলেন বর্তমান বিশ্বে করোনা ভাইরাস গভীর ভাবে হানা দিয়েছে । অন্যন্য দেশের মতো আমাদের বাংলাদেশেও এই  করোনা ভাইরাস  হানা দিয়েছে , যার কারণে সরকার বাংলাদেশের সব জায়গায় লকডাউন করে দিয়েছে ফলে অনেকে কর্মহীন হয়ে গেছে এবং অনেক গরীব অসহায় পরিবার আছে যারা না খেয়ে দিন কাটাচ্ছে এজন্য মানুষ মানুষের জন্য এটি চিন্তা করে আমি নিজে এবং বন্ধুদের সহযোগিতায়  সমাজের  ২৩০ জন কর্মহীন ও অসহায়  মানুষদের মাঝে ঈদ পূর্ব সামান্য সাহায্য প্রদান করতে পেরেছি আমার বন্ধুদের সহযোগিতায় সম্ভব হয়েছে ।  প্রতিটি প্যকেটে ছিল চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ১ কেজি,  তেল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি , লবণ ১ কেজি , চিনি হাফ কেজি,  সেমাই এক প্যাকেট ও একটা সাবান।  আয়োজনটা আমি এবং আমার বন্ধুদের সহযোগিতায় সম্পন্ন করতে পেরে এবং কর্মহীন ও অসহায় গরীব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দিত, সেই সাথে সমাজের সকল বিত্তবান শ্রেণির মানুষের কাছে আবেদন আপনারা এগিয়ে আসুন তাহলেই আমরা এই সংকট ময় যুদ্ধে জয়ী হতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.