চুয়াডাঙ্গা জেলার দর্শনায় প্রথম বারের মতো আনুষ্ঠানিক ভাবে অনলাইন শপ (বাজার পাঠান ডট কম) এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫ টার দিকে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে বাজার পাঠান ডটকম অনলাইন শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ হাসিবুল হক দিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এসময় তিনি বলেন, বর্তমানে এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে দর্শনাতে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানায়। দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত বলছেন, দেশের প্রতিটা মানুষ কর্মজীবী হোক আর তা শুধু চাকুরীর মাধ্যমে না সেটা হতে পারে ছোট উদ্যোগ নিয়ে নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা। যা দ্বারা নিজেরাই অন্যদেরকে চাকুরী দিতে সক্ষম হয়। তাই এই ধরনের মহতী উদ্যোগে আমাদের সকলকে নিজ নিজ স্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে। এসময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ হাসিবুল হক দিপু বলেন, বর্তমান করোনা মহামারীতে মানুষ বাজারে যেয়ে কেনাকাটা করতে অনেকেই চিন্তিত, আর ঠিক সেই সময়ে ঘরে বসে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পৌঁছে দিতে উদিত হয়েছে অনলাইন শপ বাজার পাঠান ডট কম। বাজার পাঠান ডটকম মাত্র ২৫ টাকা ডেলিভারী চার্জে আপনার ঘরে পৌঁছে দিবে চাল, ডাল, তেল, আটা পরিধেয় পোশাক
সহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্য। প্রিয় চুয়াডাঙ্গাবাসী নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সঠিক সময়ে এবং বাজার মূল্যে পেতে বাজার পাঠান ডট কম এর সাথেই থাকুন।আপনি ঘরে থাকুন আপনার প্রয়োজনীয় পণ্য আমরা পাঠিয়ে দিবো। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা বাকি বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, ফয়সাল আহম্মেদ, জুবায়ের আহম্মেদ সুজন, সাব্বির, হৃদয়, সুজন, জুয়েল, ইসমাইল, প্রান্তিক, অমিত, মুন্না প্রমুখ।