দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদকে সিলাম আওয়ামীলীগের সংবর্ধনা।

রাজনীতি

 

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণমুখী উন্নয়ন কার্যক্রমে দেশের সর্বস্তরের জনগণ সন্তুষ্ট। নেত্রীর বহুমুখী উদ্যোগ বাস্তবায়নে সকল সেক্টরে আমূল পরিবর্তন হয়েছে। এতে দেশের জনগণ উন্নয়নের সুফল ভোগ করার পাশাপাশি জানমালের নিরাপত্তা নিয়ে জীবন যাপন করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সৎ, যোগ্য ব্যক্তিদের সব সময় মূল্যায়ন করেন। আবু জাহিদ একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ, উপজেলাবাসী তাকে মনে প্রাণে ভালোবাসেন বলেই ভোট দিয়ে পুনঃরায় নির্বাচিত করেছেন। তিনি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সর্বস্তরে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ২৩ মে বৃহস্পতিবার বিকালে সিলাম ইউনিয়ন কমপ্লেক্সে সিলাম ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২য় বারের মতো দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ নির্বাচিত হওয়ায় তার সম্মানে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলাম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল কালামের সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সভাপতি কিবরিয়া আহমদ অপু ও ছাত্রলীগ নেতা কামরান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, যুগ্ম সম্পাদক হাজী সাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা তপন চন্দ্র পাল, আওয়ামীলীগ নেতা এম কে করিম কাউছার, সৈয়দ মুহিত হোসেন, কাউছার আহমদ, প্রবাসী মনোয়ার হোসেন, রস্তুম আলী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউ/পি সদস্য সাহেল চৌধুরী কামাল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক ওমর ফারুক ফরহাদ, জেলা তাতীলীগের আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শাহিন আলী, শাহ ওলিদ আহমদ, বদরুল আলম তুহিন, জেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন, রাসেল আহমদ, আফজাল হোসেন, সুহেল আহমদ, ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, মীর মতিউর রহমান, আব্দুল হাফিজ, মোস্তাক আহমদ, এমাদ আহমদ, সাহিন আহমদ, মাসুম আহমদ, আজহার উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক, আলাই মিয়া, ইছবর আলী, ছামির আহমদ প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত জালাল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.