দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার মোঃ বিল্লাল মোল্লা।
কুমিল্লার তিতাস উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদে গঠন করা হয়েছে গ্রাম আদালত।
স্হানীয়ভাবে পল্লী অঞ্চলের সাধারণ মানুষের সু-বিচার প্রাপ্তির কথা বিবেচনায় নিয়ে স্বাধীনতাত্তোর বাংলাদেশ ১৯৭৬ সালে প্রণীত হয় গ্রাম আদালত অধ্যাদেশ। এ আইনের মূল কথাই হলো স্হানীয়ভাবে স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি
নিজেদেন মনোনীত প্রতিনিধিদের সহায়তায় গ্রাম আদালত গঠন করে বিরোধ শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্হিতিশীলতা বজায় থাকে বলেই এ আদালতের মাধ্যমে আপামর জনগণ উপকৃত হয়ে থাকেন ।
গ্রাম আদালতের ব্যাপারে ৩নং বলরামপুর ইউনিয়নের সুযোগ্য চেয়াম্যান নুর নবী বলেন,
কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র দেওয়ানী ও ফৌজদারী বিরোধ স্হানীয়ভাবে নিষ্পত্তি করার লক্ষে ইউনিয়ন পরিষদের আওতায় আমরা আদালত গঠন করি। আর এই আদালতের উদ্দেশ্য, কম সময়ে, অল্প খরচে, ছোট ছোট বিরোধ দ্রুত ও স্হানীয়ভাবে নিষ্পত্তি করাই এই গ্রাম আদালত ও আমাদের উদ্দেশ্য ।