নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় নারী সহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের হেফাজত থেকে ১২শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
১৭ মে শুক্রবার মধ্যরাতে উপজেলার আজমেরীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠিয়েছে নিশ্চিত করেছেন ডিবির এসআই কামরুল ইসলাম।
আরো পড়ুনঃ সৌদির দেওয়া গরীবের মাংস নেতাদের রান্নাঘরে
গ্রেফতারকৃত মো. সফিকউল্লাহ (২১) কক্সবাজার জেলার মহেশখালী এলাকার কামালউদ্দিনের ছেলে, মো. তাজেল (৪০) জামালপুর সরিষাবাড়ি এলাকার মৃত দানেশের ছেলে, মো. বিপ্লব (৩৩) একই জেলার থানা এলাকার সুলতান মিয়ার ছেলে, কলি আক্তার তল্লা আজমেরীবাগ এলাকার শাহিনের স্ত্রী।
ডিবির এস আই কামরুল ইসলাম জানান, ঈদকে উপলক্ষ্যে মাদক বিক্রেতারা সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার মধ্য রাতে মাদক আদান প্রদান কালে ৪ জন হাতে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১২০০পিছ ইয়াবা।তথ্যসূত্র,newsnarayanganj