ঢাবি ছাত্রলীগের রিসালাত ইফতারের আয়োজন করেন

মেঘনা

 

পবিত্র মাহে রমজানে বৈশ্বিক করোনা মহামারিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অসহায়-দুঃস্থ ও এতিম মধ্যে মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ সোমবার (২৬ এপ্রিল) ১৩ রমজানে কুমিল্লা মেঘনা উপজেলায় মানিকারচর ইমদাদুল উলূম কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা: কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম সাবেক (এসপি) ও রিয়াদ মুন্সি প্রমুখ।

রিসালাত মুন্সি (ঢাবি ছাত্র) বলেন, করোনা মহামারি এবং লকডাউন বিবেচনায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে অসহায়,ছিন্নমূল ও এতিম মানুষের মধ্যে মাসব্যাপী সেহেরি ও ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে। আজ প্রায় পঞ্চাশ জন মানুষের মধ্যে ইফতার বিতরণ করি।পুরো রমজান মাস জুড়ে সেহরি ও ইফতারের কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে অতি দরিদ্র শিশুদের জন্য গুড়া দুধ সরবরাহ এবং রোগীদের জন্য বিনামূল্যে পরিবহন সেবার ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *