
স্টাফ রিপোর্টারঃ শহীদুজ্জামান রনি
গতকাল রাত্রে কুমিল্লার মেঘনা উপজেলা চন্দনপুর বাজারে আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে, প্রিয়া অ্যান্ড তৃষা অলংকার নামে শ্রী ভূবেশ চন্দ্র শীল এর দোকানে ডাকাতি হয়,
বাজারের পাহারাদারকে বেঁধে রেখে ও দোকানে থাকা শ্রী ভূবেশ চন্দ্র শীল এর ভাই বিশ্বজিৎ রায় কে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ডাকাতি করে ডাকাত দল।
দোকানদারের কাছে জানতে চাইলে বলা হয় প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে,
এবং ভাঙ্গাচুরা ক্ষয়ক্ষতি মিলিয়ে আরো ২ লক্ষ টাকার মত হবে।
পাহারাদার যে দুজনকে জিম্মি করা হয়েছিল আবুল হোসেন ও মহাসিন, উনাদের প্রশ্ন করলে উনারা জানান বাজারে সাতজন পাহারাদার,
পাঁচজন রাত দুইটা বাজে চলে যায়, আমরা দুইজন ডিউটিতে ছিলাম হঠাৎ করে দুইটা স্পিডবোট যুগে ১৬ থেকে ১৮ জন লোক এসে আমরা কিছু বোঝার আগেই আমাদের গলায় অস্ত্র ঠেকিয়ে আমাদের বেঁধে ফেলে এবং আমাদের ওখানে নিয়ে গিয়ে আমাদের রেখেই,
ওরা ডাকাতি করে আর বিশ্বজিৎকে আমাদের সামনেই এলোপাতাড়িভাবে রামদা দিয়ে কোপায়।
মেঘনা থানা থেকে তদন্ত করে বিষয়টি নিশ্চিত করেন এসআই সাত্তার,
খবর পেয়ে সকালে ছুটে আসেন মেঘনা উপজেলা চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার,
তিনি পুলিশের কাছে জোরালোভাবে দাবি করেন বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখার জন্য,
এ সময় উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহসান উল্লাহ মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা রফিক, তপন, দেলোয়ার হোসেন মাস্টার, আলম, মনির হোসেন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, বজলুর রহমান প্রমুখ। https://www.facebook.com/103412221068120/posts/111418330267509/