যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন নির্বাচনী প্রচার সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর হামলার পরিবেশ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, শনিবার নির্বাচনি প্রার্থী ট্রাম্পের ওপর হামলার জন্য মার্কিন প্রশাসন দায়ী বলে তিনি মনে করেন না। বরং তিনি মনে করেন, মার্কিন প্রশাসন এমন এক পরিবেশ সৃষ্টি করেছে, যা এই হামলা উস্কে দিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সেয়া ৬টার দিকে পেনসিলভেইনিয়ায় নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের ওপর গুলি ছোড়েন এক হামলাকারী। গুলিতে ট্রাম্পের ডান কান ছুয়ে বেরিয়ে যায় গুলি।
হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকসকে হত্যা করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। ট্রাম্পের ওপর তার হামলা করার উদ্দেশ্য কি ছিল তা এখনও জানা যায়নি। এই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সাংবাদিকদের বলেন, “আমি মনে করি না যে, বর্তমান মার্কিন প্রশাসন ট্রাম্পকে সরিয়ে দেওয়া বা তাকে মেরে ফেলার চেষ্টায় সুসংগঠিতভাবে কোনও চক্রান্ত করেছে। কিন্তু ট্রাম্পকে ঘিরে যে আবহ সৃষ্টি হয়েছে…সেটিই হামলায় উস্কানি দিয়েছে, আজকের দিনগুলোতে যার মুখোমুখি হচ্ছে আমেরিকা।” রাশিয়া রাজনৈতিক সংগ্রামের চলমান প্রক্রিয়ার মধ্যে কোনওরকম সহিংসতার নিন্দা জানায় বলে উল্লেখ করেন পেসকভ।