গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস
চ্যান্সেলর অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব । রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা
নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায়
বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত ভিসি
অধ্যাপক ড. মো. শাহজাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. নুর উদ্দিন
আহমেদ, প্রক্টর ড.মোঃ রাজিউর রহমান, প্রকৌশলী এস.এস এস্কান্দার
আলী, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর
আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।