গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা.অপূর্ব
বিশ্বাসের ওপর রোগীর স্বজনদের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির
দাবিতে গোপালগঞ্জ এস.এম.মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা
রোববার (৫ জুলাই) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি ও জেলা
প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ৪ জুলাই সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করনা উপসর্গ নিয়ে কাজী
আলমগীর (৫৫) নামে স্থানীয় এক ব্যক্তি চিকিৎসারত অবস্থায় মারা যায়। এতে রোগীর স্বজনরা
ক্ষিপ্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত আবাসিক কর্মকর্তা (আরএমও), টুঙ্গিপাড়া উপজেলার স্হায়ী
বাসিন্দা ও গোপালগঞ্জ এস.এম.মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডা.অপূর্ব
বিশ্বাসকে লাঞ্ছিত করে। পরে এ বিষয়ে লাঞ্ছিত চিকিৎসকের পক্ষ হতে টুঙ্গিপাড়া থানায় একটি
লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ নিয়ে জেলায় কর্মরত সকল চিকিৎসকের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় এবং জেলা সিভিল সার্জন ডা.নিয়াজ মোহাম্মদ ও
চিকিৎসক নেতৃবৃন্দের পরামর্শে তারা বৃহৎ আন্দোলন কর্মসূচি পালন থেকে বিরত রয়েছে।