জেলা প্রশাসকের কাছে অর্থ হস্তান্তর গোপালগঞ্জে করোনাকালে ক্ষুদে শিক্ষার্থীর টিফিনের বাঁচানো টাকা দিয়ে অসহায় মানুষের সহযোগিতা।

ঢাকা বিভাগ গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিরাজমান করোনা যুদ্ধ মোকাবেলায় টিফিনের টাকা থেকে
বাঁচানো টাকা দিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে
সহযোগিতার হাত বাড়ালো ক্ষুদে শিক্ষার্থী আফতাবুজ্জামান ইসতিয়াক।
রবিবার দুপুরে গোপালগঞ্জ শহরে অবস্থিত রংধনু স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী
ইসতিয়াক তার টিফিনের খরচ থেকে বাঁচানো এবং প্রতিরোজার ঈদ ও
কোরবানীর ঈদে আত্বীয়স্বজনের দেয়া সালামীর টাকা থেকে জমানো১৫
হাজার টাকা করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে
জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে হস্তান্তর করে।
করোনা মহামারীর এ দু:সময়ে টিফিন থেকে বাঁচানো টাকা অসহায় ও
হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে অনুদান দেয়া প্রসঙ্গে ইসতিয়াক এ
প্রতিবেদককে জানায়, বাসা থেকে দেয়া টিফিনের টাকা এবং প্রত্যেক
রোজার ঈদ ও কোরবানীর ঈদে আত্বীয়স্বজনের দেয়া সালামীর টাকা আমি সব
খরচ করিনা, জমিয়ে রাখি, এটা আমার অভ্যাস, প্রতিদিন টিভিতে করোনার
খবর দেখি, গরিব মানুষদের সাহায্য করার খবর দেখি, তাই আমি আমার মায়ের
সাথে কথা বলে আমার জমানো টাকাগুলো আজ ডিসি স্যারের কাছে জমা
দিলাম।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ প্রসঙ্গে বলেন, নি:সন্দেহে এটি
একটি ভালো উদ্যোগ, ৩য় শ্রেণির একজন শিক্ষার্থী অপরকে সহযোগিতা
করার এই মানসিকতা পোষন করে, ভাবতেই ভালো লাগে। তিনি আরও বলেন,
ইসতিয়াকের মতো শিক্ষার্থীদের মাঝে অপরকে উপকার বা সহযোগিতা করার
মানসিকতা তৈরী করার জন্য প্রয়োজনীয় মোটিভেশন দেয়াটা অত্যন্ত জরুরী,
এতে একজন শিক্ষার্থী শুধু ভালো রেজাল্ট কেন্দ্রিকই হয়না, অপরের প্রতি
শ্রদ্ধাশীল এবংমানবিক গুণের অধিকারী হয়ে ওঠে, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান
সমূহ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *