জেলার পর বিভাগেও সেরা কুমিল্লার এসআই শাহীন কাদির।

কুমিল্লা

কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ শাহীন কাদির নিজ কর্মক্ষেত্রে দক্ষতা, সততা, সাহসের স্বীকৃতি পেলেন। আজ রবিবার চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম’র কাছ থেকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল, অবৈধ অ স্ত্র উদ্ধার এবং চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ উপ-পুলিশ পরিদর্শক হিসাবে পুরস্কার গ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ এন্ড ও) জনাব মোহাম্মদ আবুল ফয়েজ এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম সহ চট্রগ্রাম রেঞ্জ পুলিশের উর্ধতন কর্মকর্তাগন৷

উল্লেখ্য গত মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগড়িতে কুমিল্লা  জেলার সেরা এসআই নির্বাচিত হন এস আই শাহীন কাদির।

রেঞ্জ সেরা নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ” নিঃসন্দেহে যে কোন পুরস্কার ও কাজের স্বীকৃতি কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করে। আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক পিপিএম (বার) বিপিএম, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম পিপিএম (বার) বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কল) তানভীর সালেহীন ইমন ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস স্যার সহ উর্ধতন সকলকে।” তিনি আরো বলেন “জনগনের বন্ধু হিসেবে দেশ ও মানুষের কল্যাণে সব সময় যেন কাজ করতে পারি। সেই সাথে নিজের নৈতিক দায়িত্ববোধ বজায় রেখে বাংলাদেশ পুলিশের মর্যাদা আরো বৃদ্ধি করতে পারি। সকলে দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *