সাব্বির হোসেন, বরিশাল প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত ‘একশন এইড’ প্রথম আলো বন্ধুসভা জাতীয় বিতর্ক উৎসবের আঞ্চলিক পর্বে বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দলের সাংসদ তানহিম রহমান।
‘গৃহস্থালির সেবামূলক কাজের মূল্যায়ন; আনবে সমতা, করবে উন্নয়ন’ শীর্ষক বিতর্ক উৎসবে বরিশাল অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক সংগঠন অংশ নিয়েছ। প্রতিযোগিতা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনিষ্ঠত হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উপস্থিত ছিলেন।
বরিশাল অঞ্চলের ১০ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিলো এই সংসদ মনে করে ‘শ্রম জরিপ ও জিডিপিতে গৃহস্থালির সেবামূলক কাজের অন্তর্ভুক্তিই নারীর ভূমিকার স্বীকৃতি নিশ্চিত করতে পারে ‘।
এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলের মধ্যে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রস্তাবনার পক্ষে অবস্থান নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দল চ্যাম্পিয়ন হয়।
উল্লেখ্য, এর আগে সকাল সাড়ে দশটায় কবুতর উড়িয়ে বিতর্ক উৎসবের শুভ উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন।