জাতীয় পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় কুলিয়ারচরের তপু দ্বিতীয়।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : জাতীয় পর্যায়ে ৮শ মিটার দৌড় ও ৪শ মিটার রিলে দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে এসএসসি পরিক্ষার্থী মোঃ মনিরুজ্জাম তপু।

গত ২০ জানুয়ারি কুমিল্লা বীরেন্দ্রনাথ দত্ত ষ্ট্রেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২০ এ ৮শ মিটার ও ৪শ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ সফলতা অর্জন করে।

তপু কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরিক্ষার্থী। তার গ্রামের বাড়ী উপজেলার লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামে। তার পিতার নাম মোঃ মোশারফ হোসেন ও মাতার নাম মোছাঃ নূরজাহান বেগম।

প্রতিযোগিতা শেষে তপুর হাতে পুরস্কার হিসেবে গোল্ড ম্যাডেল, প্রাইজভন্ড ও সার্টিফিকেট তুলে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর ৪৯ম তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা- ২০২০ এর সভাপতি ও সম্পাদক।

এর আগে সে গত ১৩ জানুয়ারি ময়মনসিংহ সরকারি কলেজে ১৫শ মিটার দৌড়ে দ্বিতীয়, ৮শ মিটার দৌড়ে প্রথম ও ৪শ মিটার রিলে দৌড়ে প্রথম স্থান অধিকার করে।

এ সফলতায় তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন খোকন বলেন, মনিরুজ্জামান তপু জাতীয় পর্যায়ে ২টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করায় আমরা গর্বিত ও আনন্দিত। সে যাতে আগামী দিনে আরো ভালো করতে পারে সে জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.