জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ আগস্ট)। দিনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক, রাজনীতিক, স্বজন।
সকালে (২৭ আগস্ট) কবির কবরে ফুল দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী তার সাথে ছিলেন। এসময় কবির বিদেহী আত্মার মাগফেতার কামনা করে দোয়া পাঠ করা হয়।
বাংলা ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। নজরুলের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে সবাইকে এক যোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরা।