নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে ট্রাক চাপায় নাসির উদ্দিন (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী বালুবাহী ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে। এসময় পথচারী নাসির উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী খান লিটন জানান, নাসির উদ্দিন জমিতে চারা রোপণ শেষে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বালুবাহী দ্রুতগামীর ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত নাসির পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের শীজকান্দি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
এদিকে, ঢাকা মেট্রো ট-২২-৬৬৩৩ এ নম্বরে ট্রাকটি আটক করে পূর্বধলা থানায় নিয়ে আসা হয় কিন্তু ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।