২২ এপ্রিল ২০২০, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাসের নির্দেশে, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শাকিল আহমেদ নেতৃত্বে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়ার গ্ৰামের মধ্যবিত্ত কৃষক মোঃ জিলহজ্জ ফকিরের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার স্বেচ্ছা শ্রমের কাজ শুরু করেন।
গ্রামের সূত্রে জানাযায়,
গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়ার গ্ৰামের মধ্যবিত্ত কৃষক মোঃ জিলহজ্জ ফকিরের জমির পাকা বোরো ধান ক্ষেতে আকস্মিক পানি বৃদ্বি হওয়ায় ধান পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।
এমন খবর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শাকিল আহম্মেদ জানতে পেরে ছাত্রলীগের কর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দেয়।
উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি শাকিল আহমেদ জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাসের নির্দেশে, আমাদের ছাত্রলীগের কার্যক্রম শুরু করলাম, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যেকোনো সিদ্ধান্তকে সঠিক ভাবে দায়িত্ব প্রাপ্তরা কাজ করে যাব। একঝাক ছাত্রলীগের কর্মী সবসময় সাধারণ জনগণের পাশে আছে।
কৃষক জিলহজ্জ ফকির কৃতজ্ঞতা প্রকাশ করে এ
ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছাত্রলীগের কর্মীদের।