প্রথম দিনের শুটিংয়েই বিপত্তি। আগুন লাগল প্রভাসের নতুন ছবি ‘আদিপুরুষ’-এর সেটে। মঙ্গলবার থেকে শুরু হয়েছিল ছবির শুটিং। মুম্বইয়ের গোরেগাঁওয়ের প্রান্তিক অঞ্চলে ছবির সেট তৈরি করা হয়েছিল। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে সেটের একাংশে আগুন লাগে। মুহূর্তে কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা।
তবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষতি হয়নি। মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
ওম রাউতের এই পিরিয়ড ছবিতে তারকার ছড়াছড়ি। ‘রামায়ণ’-এর কাহিনিকে আধার করে তৈরি হওয়া এই ছবিতে প্রভাস ছাড়াও আছেন সাইফ আলি খান, অর্জুন কাপুর, হেমা মালিনী প্রমুখ। কিন্তু ওই সময়ে কোনও তারকা সেটে উপস্থিত ছিলেন না।
মঙ্গলবারই ‘আরম্ভ’ ক্যাপশন লিখে পোস্ট করেছিলেন প্রভাস। সেটে আগুন লাগার ভিডিও ছড়িয়ে পড়তেই তার ভক্তরা উদ্বেগ প্রকাশ করতে থাকেন। প্রভাস তাদের আশ্বস্ত করে জানান, তিনি ঠিক আছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।