কুমিল্লার চৌদ্দগ্রামে এক দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের মো. ফারুকের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের শিক্ষক শিপন আবেদীনের মেয়ে আতিফা আবেদীন (ইশরা) ও চিওড়া ইউনিয়নের ছোট সাতবাড়িয়া গ্রামের আবদুল কাদির সুফলের ছেলে সাইফুল ইসলাম নীরব।
নিহত আবদুল্লাহ ও ইশরার বয়স দেড় বছর, নীরবের বয়স আট বছর। নীরব ও ইশরা নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ সোমবার রাত ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নিহত শিশুদের স্বজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদ আল মানসুর। স্থানীয় সূত্রে জানা গেছে, শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে দেড় বছর বয়সী মোহাম্মদ আবদুল্লাহ দুপুরে খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
সকালে চৌদ্দগ্রাম পৌর এলাকার পশ্চিম চান্দিশকরায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা যায় দেড় বছর বয়সী আতিফা আবেদীন। পরিবারের অগোচরে সে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রোববার দুপুরে পুকুরের পানিতে ডুবে সাইফুল ইসলাম নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। সে চিওড়া ইউনিয়নের চাপিরতলা গ্রামে নানার বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।