চার সন্তানের জননীকে গণধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর চার সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সামছুদ্দিন খালেদের সম্মুখে মামলার বাদী তার সাক্ষ্য প্রদান করেন। প্রায় চার ঘন্টা চলে সাক্ষ্যগ্রহণ ও জেরা।

জানা যায়, সুবর্ণচর উপজেলা আ.লীগের বহিস্কৃত নেতা রুহুল আমিনসহ ১৬ আসামির প্রত্যেকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৩ ধারায় গত ১৯ সেপ্টেম্বর চার্জ গঠন করে একই আদালত। আজ ওই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল।

বাদী পক্ষের আইনজীবী রবিউল হাসান পলাশ জানান, মামলার ১৬ আসামির মধ্যে ২জন পলাতক রয়েছে। অপর ১৪ আসামি জেল হাজতে রয়েছে। আজকে বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার মূল বিচারকার্য শুরু হয়েছে। আদালতে আজ বাদী প্রথম দফায় তার বক্তব্য পেশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *