চান্দিনায় ট্যাংক কারখানায় RAB এর অভিযান,কারখানা সিলগালা ৫০ হাজার জরিমানা

বাংলাদেশ

 

দৈনিক আজকের মেঘনা ডট কম,

১৪ মে ১৯ ইং, চান্দিনার মাধাইয়ায় সোনাপুর এলাকায় নকল টেং তৈরীর কারখানায় ঝটিকা অভিযান করেছে কুমিল্লা র‌্যাব-১১ সিপিস -২ এর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাব এর এক্সপার্ট টিমের অভিযানে প্রায় ৭ লক্ষ টাকার কেমিক্যাল, মানব দেহের ক্ষতিকর রং, স্যাকারিন, বিষাক্ত নগল টেং ধ্বংস করা হয় ।

ভেজাল বিরোধী অভিযান প্রতিদিন নিয়মিত চলবে কুমিল্লার বিভিন্ন এলাকায় বললেন র‌্যা

ব কমান্ডার প্রণব কুমার। অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আাসাদুল ইসলাম এবং জেলা স্যানিটেশন কর্মকর্তা অমলেন্দু ডান্ডারী। এসময় বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনে নামহীন নকল কারখানাটিকে ৫০হাজার টাকা নগত জরিমানা এবং অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.