
আজ ১৬ ফেব্রুয়ারি ২০২০ রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের নিমতলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, সংক্ষিপ্ত আলোচনা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ শাখার কমিটির সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদ নেতা মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্রনেতা ও যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা জাসদের সহ-সভাপতি আব্দুর হামিদ রুনু, অবিভক্ত ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য নইমুল বারী, জেলা যুবজোটের সাংগঠনিক সম্পাদক সারওয়ার্দী হোসেন, পৌর জাসদের সহ-সভাপতি গোলাম মোস্তফা সবুর, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমাল হক, পৌর ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন এবং জেলা ছাত্রলীগের সদস্য মুজাহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, মুনির, মুজাফ্ফর, আবু হেনা, মজিদ, তনু, আসিফ-সহ আরো অনেকে।