গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতী গ্রামের দক্ষিন পাড়ার বাসিন্দা ফুল মিয়া। বর্তমানে ঠেলাগাড়িতে করে প্রতিদিন লাল শাপলা বিক্রি করে সংসার চালাচ্ছেন। খুব ভোরে গোপালগঞ্জের বিভিন্ন বিল থেকে তিনি তুলে আনেন লাল শাপলা। তারপর ঠেলাগাড়িতে ভর্তি করে লাল শাপলা নিয়ে আসেন গোপালগঞ্জ সদরে। ফুল মিয়া শহরের অলিতে-গলিতে গাড়ি ঠেলে ঠেলে বাসায়-বাসায় বিক্রি করেন লাল শাপলা। তার স্ত্রী ও চার ছেলে মেয়ে। ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচসহ সংসার চলে এ লাল শাপলা বিক্রি করে। লাল শাপলা বিক্রেতা ফুল মিয়া বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় বাসায় গিয়ে লাল শাপলা বিক্রি করে পাঁচ থেকে ছয়শত টাকা রোজগার করি। সংসার চালাতে খরচ অনেক। তবে লাল শাপলা বিক্রিতে শারীরিক পরিশ্রম আছে কিন্তু এতে চালান লাগেনা বিধায় যা আয় করি সেটাই লাভ। গোপালগঞ্জ সদরের পদ্মবিল, গাভীর বিল, কাজুলিয়ার ও বাজুনিয়ার বিল, টুঙ্গিপাড়া উপজেলার বেতাঙ্গির বিল, গোপালপুর, জোয়ারিয়া, পাথরঘাটা, রাখিলাবাড়ী, কোটালীপাড়া উপজেলার ছত্রকান্দা, ডুমুরিয়া বিল, কালিগঞ্জ, কাশিয়ানী উপজেলার রাজপাট, ওড়াকান্দি এবং মুকসুদপুর উপজেলার উজানী, দীগনগর, কালীনগরসহ বিভিন্ন বিল ও জমিতে গিয়ে নৌকায় বা হেটে-হেটে লাল শাপলা তোলেন ফুল মিয়া। বেশি দূরে যাতে যাওয়া না লাগে সে জন্য ফুল মিয়া আগামী মৌসুমে বাড়ীর কাছে কয়েক বিঘা জমি বর্গা করে লাল শাপলা তৈরি করার সিদ্ধান্তও জানান আমাদের এ সংবাদদাতার কাছে। গোপালগঞ্জের অনেকেই বানিজ্যিকভাবে লাল শাপলার চাষ করছেন বলেও জানান ফুল মিয়া ।