করোনা পরিস্থিতি মোকাবেলায় গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী নির্মিত
করোনা সুরক্ষা টানেল উদ্বোধন করেছেন ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার
জেনারেল মোহাম্মদ খালেদ কামাল। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলা সদরের লঞ্চঘাটে যশোর
৫৫ পদাতিক ডিভিশনের ১১৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী ইএমই নির্মিত করোনা জীবানু
মুক্তকরণ টানেল অতিক্রম করে উদ্বোধন করেন তিনি। এ ছাড়া সেনাবাহিনী, জেলা প্রশাসন ও
পুলিশ প্রশাসনের গাড়িসমূহ অপর টানেল অতিক্রম করে যানবাহন টানেলটিরও উদ্বোধন করা
হয়।
যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল
মোহাম্মদ খালেদ কামাল বলেছেন, গোপালগঞ্জ শহরে করোনা জীবানুমুক্ত পাশাপাশি দু’টি
টানেল স্থাপন করেছি। একটি টানেলের মধ্য দিয়ে পথচারী ও অন্যটির মধ্যদিয়ে যানবাহন চলাচল
করবে। টানেলের মধ্যদিয়ে যাবার সময়ে স্বয়ংক্রিয়ভাবে জীবানুনাশক ডিটারজেন্ট দিয়ে
স্প্রে হয়ে জীবানুমুক্ত হয়ে বাহির হবে। এতে এ জেলার মানুষের মাঝে ব্যাপক সচেতনতা
সৃষ্টি হবে। করোনা মোকাবেলায় টানেলটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ
করেন তিনি।
এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, লে.কর্নেল শুভ ইসলাম, পুলিশ সুপার
মুহাম্মদ সাইদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার
রহমান বাচ্চু ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু প্রমূখ উপস্থিত ছিলেন।