গোপালগঞ্জে করোনা আক্রান্ত প্রথম এক জনের মৃত্যু।

ঢাকা বিভাগ গোপালগঞ্জ

গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে লিটন সরদার (৪২) এক জনের মৃত্যু হয়েছে। শনিবার
রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
গোপালগঞ্জে প্রথম এই কোন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। গোপালগঞ্জের
সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন ।
শনিবার রাত সাড়ে ১২ টায় শহরের নবীনবাগ পৌর কবরস্থানে ইসলামিক ফাউন্ডেশনের
উদ্যোগে তার দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, লিটন সরদার শহরের কোর্ট মসজিদ এলাকায় একটি প্রাইভেট ক্লিনিকে
ও,টি সহকারি হিসেবে কাজ করতেন। এক সপ্তাহ আগে তার শরীরে করোনার উপসর্গ
দেখা দেয়। বুধবার (১৩ মে) তার নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) তার শরীরে
করোনা পজেটিভ শনাক্ত হয়।
লিটন সরদার গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের লূথূ সরদারের ছেলে। শহরের
মার্কাসপাড়ায় পরিবারসহ তিনি বসবাস করতেন।
প্রসঙ্গত, এপর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮১ জন।এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি
ফিরেছেন ৪১ জন।এই প্রথম আক্রান্ত কোন ব্যক্তির মৃত্যু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *