গণপরিবহন ২৯ এপ্রিল থেকে চালু হচ্ছে। জাতীয় April 24, 2021SaifulLeave a Comment on গণপরিবহন ২৯ এপ্রিল থেকে চালু হচ্ছে। বৃহস্পতিবার থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার,জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও জানান,আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে। এ সময় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি।