লিটন সরকার বাদল,
গজারিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭মার্চ) বিকেল ৫টার দিকে জামালদি বাস ষ্ট্যান্ড সংলগ্ন উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতির নিজ বাস ভবনে মিলাদ মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে গজারিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ডা.মীনা আক্তারের সভাপতিত্বে ও মহিলা আওয়ামী লীগের নেত্রী জাহানারা বেগম সেফু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল হক পার্থ, উপজেলা আওয়ামী লীগের নেত্রী কলি আক্তার, হাসিনা আক্তার, শিউলি বেগমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।