লিটন সরকার বাদল,
২৮ মার্চ ২০২০ বিকেলে, করোনা সংকটের কারণে কর্মহীন গরিব ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দাউদকান্দি বাজারের ব্যবসায়ী মেসার্স শাকিল টিম্বার এন্ড স‘মিলসের মালিক শরীফ হোসেন বাছেদ। তিনি তার নিজ গ্রাম মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গুয়াগাছিয়া ইউনিয়নের ছোট বসুর চর গ্রামে কর্মহীন গরিব ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
শরীফ হোসেন বাছেদ বলেন, আমার নিজস্ব গ্রামে করোনা সংকটের কারণে কর্মহীন মানুষের কয়েকটি পরিবারের মধ্যে আমার সাধ্য মতো কিছু খাদ্যসামগ্রী বিতরণ করি। আশা করি এলাকার বৃত্তবান মানুষরাও এই অসহায় কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়াবে।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ সানিসহ
এলাকার তরুণ যুব সমাজ।