স্টাফ রির্পোটার শহিদুজ্জামান রনি: মেঘনা ও দাউদকান্দির কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুরকে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ রেলি ও মিলাদ মাহফিল করেন মেঘনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, মেঘনা উপজেলা বাস স্ট্যান্ড থেকে আনন্দ র্যালি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়, নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত ও মিষ্টি বিতরণ করেন।
এ সময় বক্তব্য রাখেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, জেলা পরিষদের সদস্য সাবেক ছাত্রনেতা নাসিরুদ্দিন শিশির,মেঘনা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন আকাশ,
বক্তব্যকালে মেঘনা উপজেলা চেয়ারম্যান জনাব সাইফুল রতন শিকদার বলেন, সারাদেশের ন্যায় মেঘনাতেও কমিটি হবে, সুস্থ এবং ক্লিন ইমেজের লোক,
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কোন দুর্নীতিবাজ লোক, কোন মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, কমিটিতে আসতে পারবে না, এ সময় নেতারা মাননীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান, বর্তমান কমিটিতে দাউদকান্দি-মেঘনার কৃতিসন্তান, প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেবকে, পুনরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত করায়, মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান,
এসময় উপস্থিত ছিলেন- দাউদকান্দির জিএস সুমন সরকার, মেঘনা উপজেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সেলিম আহাম্মেদ, আওয়ামী লীগ নেতা ফারুক সরকার, নুরুল আমিন মেম্বার, রাধানগর যুবলীগ নেতা মনির হোসেন, রাধানগর আওয়ামীলীগ নেতা ইমাম হোসেন, মাহফুজ আহমেদ, মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশিদ, সেলিম মিয়া, জসিম উদ্দিন, ফরহাদ উল্লাহ শিকদার, রমজান শিকদার, রাহাত আনাম, আলী হোসেন, ছাত্রলীগ নেতা শাকিল, ফাহিম নাজির, প্রমুখ ।