কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা এলাকার দড়িবাগ হইতে আশ্রবপুর রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরে আছে। পুরো রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়ে যাওয়ার ফলে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় । এতে করে জনসাধারণ সহ যানচলাচলে পুরোপুরি বিঘ্ন ঘটছে। এ রাস্তা দিয়ে প্রতি নিয়ত কুলিয়ারচর সরকারী কলেজের শিক্ষর্থীরা সহ স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা যাতায়াত করে থাকে। রাস্তাটির বেহাল দশা দেখে পথচারীরা বলাবলি করছে এটা রাস্তাতো নয় যেন মরণ ফাঁদ,,,, । আশ্রবপুর মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত রহমান (৪০) ও শিলা (৩৫) সহ এলাকাবাসী বলেন, প্রতিনিয়ত মারাত্মক ঝুকি নিয়ে এ রাস্তা দিয়ে তাদের চলাচল করতে হয়। তারা জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার করতে পৌরসভার মেয়র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।