শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
রবিবার (২ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আঃ হামিদ ভূইয়া উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র অর্থায়নে কিশোরীদের কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সেবা এবং বয়সন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা ও বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানেটারী ন্যাপকিন বিতরণ শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।
অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছাত্রীদের মাঝে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ রাফিউল হকের সঞ্চালনায় স্যানেটারী ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হোসেন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম, জাইকা সমন্বয়কারী রোজী পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, ইউডিএফ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, অত্র বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।