কুলিয়ারচরে সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ উদ্বোধন।

বাংলাদেশ

 

শাহীন সুলতানা, দৈনিক আজকের মেঘনা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পরিষদে ন্যস্তকৃত বিভাগ সমূহের ওয়েব পোর্টাল ই-ফাইলিং, ইন্টারনেট ব্রাউজিং ও আইসিটি বিষয়ক সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার পৌর শহরের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা) এর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আর্থিক সহায়তায় উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ৪ দিন ব্যাপী সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাইকা প্রতিনিধি রুজি পারভীন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম। এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন, ইউএনও অফিসের নাজির মোঃ রাফিউল হক। জানা যায়, প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ১৩০ জন প্রশিক্ষণার্থী দুই ধাপে ৬৫ জন করে প্রশিক্ষণ নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *