মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিবেদক :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীতে মুজিব বর্ষ -২০২০ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচলনা কমিটির সভাপতি মুফতি
ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল, যুদ্ধকালীন কমান্ডার মোঃ বজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জজ,
কুলিয়ারচর জেনারেল হাসপাতালের পরিচালক ও ঠিকাদার হাজী আনিসুজ্জামান সোহেল, পরিচালক সৈয়দ রুমানুল হক সোহাগ, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল, ঠিকাদার মোঃ বদিউল আলম
নাঈম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ এমরানুর রহমান এমরান, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মোঃ বিল্লাল মিয়া ও নাজির মোঃ রাফিউল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মুজিব বর্ষ জাতীয় স্কুল কাবাডি (বালক ও বালিকা) দলের খেলার মাঠ নির্ধারণ ও মাঠ তৈয়ারী বিষয়ে আলাপ আলোচনা করা হয়।