কুলিয়ারচরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম সাজ্জাদ হোসেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক, কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক রফিকুল বাহার, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবুল খায়ের, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবু মোঃ শামসুদ্দৌলা হারুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ খাদিজা আক্তার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আবিরাজ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, এমএ লায়েছ, মোঃ সোলায়মান, স্থানীয় এনজিও চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার পরিচালক মোহাম্মদ মুছা, একটি বাড়ি একটি খামার (প্রকল্প) উপজেলা সমন্বয়কারী মিহির দেবনাথ, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম ও সাংবাদিক ফারজানা আক্তার উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ তার বক্তব্যে পরিবেশ সংরক্ষণ আইন নিয়ে আলোচনা করে বলেন, সরকারি অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজের জমিতে মাটি খনন করে পুকুর তৈরী, এমনকি ভরাট করতে পারবে না। যদি কোনো ব্যক্তি সরকারি অনুৃতি ছাড়া খাল বা পুকুর খনন করে এমনকি মাটি ভরাট করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গোপন চাঁদাবাজির বিষয় তুলে ধরে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে কেউ যদি কোনো প্রকার চাঁদাবাজি করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ বিল্লাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *