শাহীন সুলতানা, দৈনিক আজকের মেঘনা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইলহাম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর আলহাজ্ব ইয়াছির মিয়া।
তিনি সোমবার (৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে প্রতি পূজা মন্ডপে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মোঃ ইকবাল হোসেন প্রমূখ।
জানা যায়, ওইদিন তিনি পৌর এলাকার ১২ টি পূজা মন্ডপে ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।