শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান রনির আয়োজনে পূর্ব গাইলকাটা ২য় জিপিএল ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
এতে ইয়াং স্টার একাদশকে ৫৩ রানের ব্যবধানে হারিয়ে B10 একাদশ চ্যাম্পিয়ন হয় ।
শনিবার (২৯ ফেব্রুয়ারী ) বিকেলে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে নগদ ৫ হাজার টাকার প্রাইজমানি ও রানারআপ পুরস্কার হিসেবে নগদ ৩ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ ।
খেলায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র-২ মোজাম্মেল হক, পৌরসভার ৪ নং কাউন্সিলর আজহার উদ্দিন লিটন, গ্লোরিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নাদিম, উপজেলা ক্রীড়া সংস্থার প্রচার সম্পাদক মোঃ নাঈমুজ্জামান নাঈম, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম মুছা প্রমুখ ।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ খেলোয়াড় ও খেলায় সার্বিক পরিচালনাকারীদের মাঝে মেডেল তুলে দেন খেলার আয়োজক সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান রনির পিতা হাজী মোঃ চাঁন মিয়া । খেলার সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ জাকির সরকার ও মোঃ রনি।
ফাইনাল খেলায় প্রধান আম্পায়ার হিসেবে ছিলেন, কুলিয়ারচর পূর্ব গাইলকাটা ছাত্র সংসদের সাধারন সম্পাদক মোঃ মুরাদ মিয়া, সহকারী হিসেবে ছিলেন মোঃ সোহাগ মিয়া।
চ্যাম্পিয়ন দল B10 এর স্বত্বাধিকারী ছিলেন মোঃ হৃদয় মিয়া । খেলায় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান ।