কিশোরগঞ্জের কুলিয়ারচরে “ছয়সূতী ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদ” এর কার্যালয় ও ইসলামী পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) বিকালে উপজেলার ছয়সূতী বাসষ্ট্যান্ডন মাদ্রাসা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে সংগঠনের কার্যালয় ও ইসলামী পাঠাগার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুলিয়ারচর উপজেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল। এ সময় কুলিয়ারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও উপজেলা ইমাম ও উলামা পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুল কাইয়ুম খাঁনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, উপজেলা ইমাম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. আসাদ উল্লাহ, হাফেজ আমির উদ্দিন খান. মুফতি উবায়দুল্লাহ আনোয়ার, মাওলানা হাফেজ আবু হানিফ, মাওলানা গোলাম মাওলা, মাওলানা জহির বিন রুহুল, মাওলানা আসাদ উল্লাহ ও হাফেজ ইব্রাহিম। আলোচনা সভায় ইসলামের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, গোবরিয়া আব্দুলাপুর মাদ্রাসার মোহতামিম ও উপজেলা ইমাম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো.আসাদ উল্লাহ প্রমুখ।