কুলিয়ারচরে এক নারী সাংবাদিক ও ১৬ পুলিশ সদস্য সহ নতুন ২২জনের করোনা পজেটিভ।

ঢাকা বিভাগ কিশোরগঞ্জ

মরণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস এখন কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহামারী আকার ধারণ করেছে। সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ২২ জনের করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এইসব নমুনা পরীক্ষা শেষে এ রিপোর্ট দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই তালুকদার। জানা যায়, এ উপজেলা থেকে গত সোমবার ( ৮জুন) ও মঙ্গলবার (৯জুন) দেওয়া নমুনা রিপোর্ট রোববার (১৫ জুন) প্রকাশ হয়। এতে জানা যায়, একজন নারী সাংবাদিক ও ১৬ জন পুলিশ সদস্যসহ মোট ২২ জন নতুন আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৪১৩ টি স্যাম্পল দেওয়ার মধ্যে মোট ৫৯ জনের কোভিড-১৯ করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কুলিয়ারচর থানার ২০ জন পুলিশ সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন ডাক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউএনও অফিসের অফিস সহকারী, ইউএনও’র গাড়ীর ড্রাইভার, ব্যাংক কর্মচারী ও শিশু সহ নারী পুরুষ রয়েছে। এদের মধ্যে একজন বৃদ্ধ মারা গেছে। সুস্থ্য হয়েছে ১০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *