শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ কয়েল) এর উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানের গ্রামের বাড়ি কুলিয়ারচর উপজেলার ফরিদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আরাফাত ও পরিচালক মিসেস্ নিলা বেগম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আমান উল্লাহ, ফরিদপুর মাজার পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক তারেক আজিজ খান ইকবাল, যুগ্ন সাধারণ সম্পাদক সাধক আজিজুর রহমান মাসউদ শাহ্, বিশিষ্ট সমাজ সেবক মোবারক হোসেন, মোঃ খলিলুর রহমান খন্দকার, মোঃ সাইফুল ইসলাম সবুজ (মেম্বার) ও রহমত আলী (সাবেক মেম্বার) প্রমূখ।
এ সময় ৫ শতাধিক গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।