শাহীন সুলতানা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গত ২৬ ডিসেম্বর অনলাইন নিউজ পোর্টাল ভৈরববাজার ২৪ ডটকম, নয়াআলো ডটকম, ক্রাইম নিউজ ডটকম ও স্বদেশকন্ঠ ডটকম-এ “ফরিদপুরে ভন্ডপীর ইব্রাহিমের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ” শিরোনামে সহ বিভিন্ন প্রত্রিকায় ও ভৈরব নিউজ এজেন্সি নামক এক ফেইজবুক আইডি থেকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সাংবাদিকদের জড়িয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোছর হয়েছে।
সংবাদ গুলোতে উল্লেখ করা হয়েছে “নাম প্রকাশে অনিচ্ছুক একব্যক্তি বলেন স্থানী লোকজন, প্রশাসন ও সাংবাদিকদের মেনেজ করেই এলাকায় এমন বর্বরতা করে যাচ্ছে ভন্ডপীর ইব্রাহীম। সে আসলেই পাগল নয়, কিন্তু সাধারণ মানুষদের বুঝানো হয় সে নাকি পাগল”। সংবাদে অভিযোগ কারীর নাম উল্লেখ না করায় বুঝা যাচ্ছে সমাজে কুলিয়ারচরের সাংবাদিকদের মান সম্মান ক্ষুন্ন করার হীনচক্রান্তে লিপ্ত হয়ে বহিরাগত এক শ্রেণীর নামধারী সাংবাদিক প্রতিহিংসাবসত উদ্দেশ্য প্রণোদিত ভাবে কুলিয়ারচর উপজেলার সাংবাদিকদের জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও মনগড়া সংবাদগুলো প্রকাশ করিয়েছে।
কেননা ইতি পূর্বে কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ কাইসার হামিদ জাতীয় দৈনিক নয়াদিগন্ত ও সাপ্তাহিক দিনেরগান পত্রিকা সহ একাধিক পত্রিকায় একধিকবার ইব্রাহিম ফকিরের অবৈধ কর্মকান্ডের বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন।
এছাড়া ইব্রাহিম ফকিরের মাজার সহ উপজেলার বিভিন্ন মাজারের অবৈধ কর্মকান্ডের বিষয়ে সাংবাদিক লায়ন মুহাম্মদ কাইসার হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইন উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক শরীফুন্নেছা শুভ্রা সহ একাধিক সাংবাদিক তাদের নিজ নিজ পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে।
যার ফলে সাংবাদিক লায়ন মুহাম্মদ কাইসার হামিদ একাধিকবার মাজার কর্তৃপক্ষের লোকজন কর্তৃক হামলা ও মামলার শিকার হয়েছে।
কিন্ত কুলিয়ারচর উপজেলার বাহিরের কতিপয় কয়েকজন নামধারী সাংবাদিক মিথ্যা তথ্য দিয়ে কুলিয়ারচর উপজেলা সাংবাদিকদের জড়িয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে সাংবাদিকদের মান সন্মান ।