কিশোরগঞ্জের কুলিয়ারচরে ‘ফরিদপুর ইউনিয়ন সরকারি চাকুরীজীবি এসোসিয়েশন’ এর সদস্য ও খাদ্য অধিদপ্তরের কর্মচারী আঃ কাইয়ুম ভূইয়ার অকাল মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে শোকসভা ও মিল্লাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউছ পাক (রঃ) মাজার শরীফ সংলগ্ন মামুন সুপার মার্কেটের দক্ষিণ পাশে ফরিদপুর ইউনিয়ন সরকারি চাকুরীজীবি এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এই শোকসভা ও মিল্লাত মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে শোকসভা ও মিল্লাত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ প্রতিনিধিসহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন, সাবেক ছাত্রলীগ নেতা ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারেক আজিজ খান ইকবাল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম খান রিপন, প্রচার সম্পাদক মোঃ আবু রায়হান, সহ-দপ্তর সম্পাদক মোঃ মামুন মিয়া, সহ-সম্পাদক মোঃ দুলাল মিয়া, আইটি সম্পাদক নাঈম খান শুভ ও ফরিদপুর ইউনিয়ন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শোভা প্রমুখ। শোকসভায় সংগঠনের নেতৃবৃন্দরা প্রয়াত আঃ কাইয়ুম ভূইয়ার কর্মময় জীবনের উপর নানান স্মৃতিচারণ করে বক্তব্য দেন। পরে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়দের উপস্থিতিতে প্রয়াত আঃ কাইয়ুম ভূইয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, আঃ কাইয়ুম ভূঁইয়া গত ৪ অক্টোবর রোববার সন্ধ্যার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। প্রয়াত আঃ কাইয়ুম ভূইয়া ফরিদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাড়ি- হাজী সাবু সরকারের বাড়ি (বড় বাড়ি)’র মৃত গণি মিয়ার কনিষ্ঠ ছেলে। সে মৃত্যুর আগ পর্যন্ত খাদ্য অধিদপ্তরে কর্মরত ছিলেন।