কুমিল্লায় ২০০০ ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক-১
দৈনিক আজকের মেঘনা ডট কম লিটন সরকার বাদল,
কুমিল্লায় ২ হাজার পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাত পৌনে বারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যাওয়ার রাস্তার মাথায় দোয়েল চত্বরের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক মোঃ লিখন প্রধান(২৫) নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝাউচর গ্রামের মোঃ আব্দুল কাদিরের ছেলে।
কুমিল্লা ডিবি পুলিশ জানায়, সোমবার রাত পৌনে বারোটার দিকে এসআই ইকতিয়ার উদ্দিন সঙ্গীয় ফোর্স ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম দোয়েল চত্বরের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।